প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২০, ১৭:৫৯
আশাশুনিতে করোনা কালীন সময়ে নারী ও কন্যা শিশু সুরক্ষা, বরাদ্ধবৃদ্ধি, তথ্য সংগ্রহ ও সাড়া বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কুল্যার মোড়ে চাপড়া-সাতক্ষীরা মেইন সড়কে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশের সভাপতিত্বে ‘শেখ হাসিনার বারতা,
নারী-পুরুষ সমতা’ এ স্লোগানকে সামনে রেখে ‘কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দিবেই পাড়ি’ এই বারতা নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি প্রেসক্লাবে সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর চায়না রানী দাশ, পল্লী চেতনার প্রতিনিধি আউর রহমান, সখি দাশ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজ কর্মকর্তা। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, পল্লী চেতনা ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের সদস্যবৃন্দের অংশগ্রহনে মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সকল পরিবার থেকেই প্রথম পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান হয়।