প্রকাশ: ২ ডিসেম্বর ২০২০, ৫:৫৬
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রথম এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার বেলা ১১ টায় বরগুনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসয় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, পৌর প্যানেল মেয়র রইসুল আলম রিপন,
বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস, জেলা আওয়ামীলগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুনাম দেবনাথ ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরগুনা জেলা শাখার সভাপতি শাওন তালুকদার।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বরগুনা বয়েজ ও বরিশালের অল স্টার সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করেছে।
সমান সংখ্যক রান করায় উভয় দল ১ পয়েন্ট করে পেয়েছে। এই টুর্নামেন্টে ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও বরগুনা জেলার আটটি দল অংশগ্রহণ করছে।দলগুলো হলো-বরগুনা বয়েজ (বরগুনা), বরগুনা জুনিয়র (বরগুনা), অল স্টার বরিশাল (বরিশাল), বেসিক ক্রিকেট একাডেমি (বরিশাল), ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি (বরিশাল), পটুয়াখালী ক্রিকেট একাডেমি(পটুয়াখালী) , ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ঢাকা) ও ইলেভেন ওয়ারিয়র্স (ঢাকা)। ২ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বরগুনা জেলা শাখা।