প্রকাশ: ২ ডিসেম্বর ২০২০, ১:২২
আশাশুনি উপজেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেফারী আনিছুর রহমান, আবুল কালাম আজাদ, আছাদুল হক, উত্তম কুমার মন্ডল, রাহুল সরকার, আল ইমরান, আকবর হোসেন রানা প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে পদাধিকার বলে থানা অফিসার ইনজার্চ মোহাম্মাদ গোলাম কবিরকে সভাপতি ও ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানকে সেক্রেটারী করে আশাশুনি উপজেলা ফুটবল রেফারীজ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।