বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মৌলবাদের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুলিয়া থানা যুবলীগ। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আশুলিয়ার বাইপাইল এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আশুলিয়া থানা যুবলীগ।বিক্ষোভ মিছিলটি টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের বাইপাইল-ইপিজেড সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান।
মিছিল শেষে সমাবেশে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বর্তমান সরকার এই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করছেন। কবির হোসেন সরকার বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা আশুলিয়া যুবলীগ সহ্য করবে না। যেকোন মুল্যেই তা প্রতিহত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনূল ইসলাম ভুইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমিন সরকার, সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন বকুল ভূঁইয়া, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান, যুবলীগ নেতা সোহেল মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।