প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ২৩:৪৯
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার ৭ নং ওয়ার্ডের সুশীল ঢালীর ছেলে স্বর্ণকার স্বপন ঢালী সরকারি সড়ক দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করছেন এমন একটি প্রতিবেদন শনিবার প্রকাশ করেছিল ইনিউজ৭১ অনলাইন নিউজ পোর্টাল। প্রতিবেদনটি গুরুত্ব দিয়ে রবিবার ২৯ নভেম্বর দুপুরে উক্ত স্থান পরিদর্শন করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। ঘটনার সত্যতা পাওয়ায় পরে ভিপি সম্পত্তিতে সরকারি সড়ক দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন তিনি।
উল্লেখ্য গত শুক্রবার ঘটনার স্থানে গিয়ে জানা গিয়েছে , উক্ত স্থান দিয়ে সরকারি শাখা সড়কটি স্থানীয় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে মিলিত হয়েছে। এই সড়কটি স্কুলে যাওয়ার জন্য শিশু শিক্ষার্থীরা ব্যবহার করে পাশাপাশি স্থানীয় জনগণও ব্যবহার করছে দীর্ঘ বছর ধরে। আর এ কারণে সড়কটি জনপ্রতিনিধিগণ সরকারি খরচে সংস্কারের কাজ করেছেন বহুবার। কিন্তু হঠাৎ করে স্বপন ঢালী সরকারি সড়কটি দখল করে তার পৈতৃক সম্পত্তি দাবি করে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দেয়।
স্থানীয়দের দাবি ছিলো উক্ত সম্পত্তি ভিপি সম্পত্তি। কিন্তু স্বপন ঢালী অনেকটা গায়ের জোরে স্থানীয়দের বাধা উপেক্ষা করে পাকা ঘর নির্মাণে অটল থাকে। সেই প্রেক্ষিতে উক্ত স্থানে নির্বাহী অফিসার উপস্থিত হয়ে অবৈধ কাজ বন্ধ করে দিয়ে ভিপি সম্পত্তি উদ্ধার করেন। নির্বাহী অফিসার এর এমন সাহসি পদক্ষেপের জন্য স্থানীয় সাধারণ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।