প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ২২:৫৬
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে " কোভিড-১৯ এবং স্বাস্হ্য সুরক্ষা" ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২০ উদযাপনেরসমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ও সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে দিনব্যাপী বিজ্ঞান মেলার করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদ কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানে'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক. উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স আর এম ও ডা. আনাস ইভনে মালেক, প্রাণী সম্পদ ডা.মো. এমরান ভূইঁয়া,
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক, মোঃ শাকিল আহমেদ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র - ছাত্রীবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ।উক্ত বিজ্ঞান মেলায় অংশ নেয়া উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন আগত অতিথি ও দর্শনার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দগণ।