প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ২৩:৩
বরিশালের হিজলা উপজেলায় দেশরত্ন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শনিবার ২১ নভেম্বর দুপুরে ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ( টিএসসি) স্থাপন শীর্ষক প্রকল্পের " ৫ তলা একাডেমিক কাম ৪ তলা প্রশাসনিক ভবন ১ তলা ওয়ার্কশপ ভবন, অভ্যন্তরীণ রাস্তা, বাউন্ডারি ওয়াল ও প্রধান গেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন বরিশাল -৪ এর সংসদ সদস্য পংকজ নাথ।
১৬ কোটি ১৬ লক্ষ টাকারও বেশি টাকা ব্যয়ে কাজটি হাতে নিয়েছে মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ। উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, মেমানীয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।