প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ২২:৩৬
বরিশাল অঞ্চলের আবহাওয়া “ব্লাক বেঙ্গল” জাতের ছাগল পালনের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়া এই জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাণিজ্যিক ভিত্তিতে ছাগল পালন এবং খামার করার মধ্যদিয়ে আমরা গ্রামীণ অর্থনীতি আরও সমৃদ্ধি করতে চাই। শনিবার দুপুরে “ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে’র আয়োজনে শ্রেষ্ঠ খামারীদের উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
একইসাথে নগীরর কাশিপুর এলাকায় সরকারি দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারে ছাগল উন্নয়ন খামারও উদ্বোধন করেন তিনি।মন্ত্রী বলেন, বিশ্বের যেসব স্থানে উন্নত জাতের ছাগল আছে, সেগুলো তারা নিজস্ব পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন। আমরাও সেদিকেই এগিয়ে যাচ্ছি। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের পুষ্টিমান অনেক ভালো এবং চাহিদা আছে প্রচুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি, প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জব্বার শিকদার, বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।