বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক আওলাদ হোসেনের সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯ টার দিকে সোমভাগ ইউনিয়নের শৈলান কেন্দ্রীয় খেলার মাঠে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সজাগ এর নির্বাহী পরিচালক জনাব আব্দুল মতিন। করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অবসর সময় কাটাচ্ছে। এসময় শিক্ষার্থীরা যেন অসামাজিক কোন কাজ কর্ম বা মাদকের সাথে জড়িয়ে না পরে সেই দিকে লক্ষ রেখে শিক্ষার্থী ও যুবকদের জন্য বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন আওলাদ হোসেন।
ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ২১ টি গ্রামের যুবকদের নিয়ে মোট ১৬ টি টিমে বিভক্ত করে শুক্রবার সকালে ১৬ টি টিমকে জার্সি দেয়া হয় এবং ফুকুটিয়া বনাম ডাউটিয়া'র খেলা শুরু দিয়ে উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মুত্তালিব,সাবেক ইউপি সদস্য বদরে আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, গোয়ালদী একতা উন্নয়ন সংঘের সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আহাদ বাবুসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সোমভাগ ইউনিয়নে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। বর্তমানে খেলাধুলা প্রায় হয় না।সেখানে প্রভাষক আওলাদ হোসেন একটি ব্যতিক্রমি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছেন।এ বিষয়ে প্রভাষক আওলাদ হোসেন বলেন, বর্তমানে ইন্টারনেটের যুগে খেলাধুলা না করে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। খেলাধুলা না করলে যুবকরা মাদকসহ নানা অপরাধ জড়িয়ে পড়ছে। তাই বঙ্গবন্ধু প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি জীবন গড়ার সুবর্ণ সুযোগ খেলাধুলা।কারণ যুবকরাই আগামী দিনের ভবিষ্যত।