বরিশাল নৌ-বন্দর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লঞ্চ থেকে এক নারী মাঝনদীতে ঝাঁপ দিয়ে পড়লেও তাকে উদ্ধার করেছে জেলেরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকাসংলগ্ন আড়িয়াল খাঁ নদী থেকে জেলেরা তাঁকে উদ্ধার করেন। নদীতে ঝাঁপ দেয়া ফাল্গুনী আক্তার (৩৫) নামের ওই নারী ভোলা জেলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি লালমোহনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি সুন্দরবন-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। লঞ্চের দ্বিতীয় তলায় ডেকের পেছনের দিকে শিক্ষিকা ফাল্গুনী আক্তার তাঁর মা ও খালার সাথে ঢাকায় যাচ্ছিলেন। এরপর রাত ১০টার দিকে ফাল্গুনী তার মা ও খালার সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করেই উত্তেজিত হয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। লঞ্চের অপরা যাত্রীরা তাৎক্ষণিক বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে লঞ্চটি ঘুরে ঘটনাস্থলে যায় এবং ওই নারীকে খুঁজতে থাকে। তবে তাকে পাওয়া যায়নি। পরে লঞ্চের কর্মকর্তারা মাইকিং করে বিষয়টি স্থানীয় ব্যক্তিদের জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার হারুন অর রশিদ জানান, রাত ১০টার দিকে চরমোনাই সংলগ্ন এলাকা অতিক্রমকালে এক বৃদ্ধা জানান তার মেয়ে নদীতে পড়ে গেছে। সাথে সাথে লঞ্চ থামিয়ে সার্চলাইট মেরে নদীতে সন্ধান চালানো হয়। পাশাপাশি লঞ্চের মাইকে নদীতীরের বাসিন্দা ও নদীতে থাকা জেলেদের বিষয়টি জানানো হয়। পরে রাত পৌনে ১১টার দিকে নদীতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা ওই নারীকে জীবিত উদ্ধার করেন।