ঢাকা-১৮ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের ভোটকেন্দ্র দখলের অভিযোগকে অপপ্রচার দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী আলহাজ হাবিব হাসান। তিনি বলেছেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। বরং বিএনপির প্রার্থী অপপ্রচার করছে। বিএনপির প্রার্থী পক্ষ থেকে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট।ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোট চলছে। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিব হাসান। বিএনপির হয়ে লড়ছেন এস এম জাহাঙ্গীর হোসেন। বিএনপি প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন।
হাবিব হাসান সকাল সাড়ে ৯টায় বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুলে অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।এ সময় তিনি বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই প্রত্যেকটি ভোটকেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি বুথে আমাদের পোলিং এজেন্টরা দায়িত্ব পালন করছেন। ভোট ডাকাতি তারা করেছিলেন। ভোট ডাকাতি করে তারা গণতন্ত্রকে নির্বাসিত করেছিলেন। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে উদ্ধার করেছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দান করেছি।
হাবিব হাসান আরো বলেন, ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আমি নিজেও কিছুক্ষণ আগে ভোট দিয়েছি।আওয়ামী লীগ প্রার্থী দাবি করেন, তিনিই এই উপনির্বাচনে জয়ী হবেন। বলেন, ‘আমি আশা করছি, নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব। ঢাকা-১৮ আসনের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখতে পেয়েছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি আরও বাড়বে।’বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার কাজই হচ্ছে অপপ্রচার চালানো।’