প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ১৬:১৫
দিনাজপুরের চিরিরবন্দরের বি-আমতলী স্বরসতীপুর সীমান্তে অভিযান চালাতে গিয়ে আটক দুই র্যাব সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে দুই দেশের সীমান্ত বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।তারা হলেন- র্যাব-১৩ দিনাজপুর (সিপিসি-১) ক্যাম্পের সহ-অধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বক্কর সিদ্দিক।রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, দুই র্যাব সদস্য আমতলী স্বরসতীপুর সীমান্তে মাদকের একটি চালান ধরতে অভিযান চালায়। এসময় মাদক কারবারিরা র্যাব সদস্যদের ঘিরে ফেলে। পরবর্তীতে এলাকা চিনতে না পারায় ওই দুই র্যাব সদস্য ভারতীয় একটি বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে ২৬ বিএসএফের সদস্যরা তাদের আটক করে সানজিয়া ক্যাম্পে নিয়ে যায়। রাতে উভয় দেশের বৈঠকের পর বিএসএফ র্যাব সদস্যদের বিজিবির কাছে হস্তান্তর করে।