প্রকাশ: ৭ নভেম্বর ২০২০, ২১:২৮
নতুন করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১৩ জন।শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রমণ নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৭৬৪ জন।
মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯ জনে।ছাড়া ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪১ জন রোগী। সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ১৫ জন। এছাড়া এক হাজার ৪৬৯ জন নতুন রোগী শনাক্ত হন।