ক্ষুদ্র ঋণ বা সুদ নয়, সরকার দরিদ্রদের জন্য ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সরকার চায় কেউ ঋণ নিয়ে নয় বরং নিজে উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হোক।শনিবার সমবায় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, বহুমুখী সমবায় গড়ে তুলতে পারলে দেশে দরিদ্র থাকবে না। আর বাংলাদেশ যেন একটি স্বয়ংসম্পূর্ণ ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যেই বঙ্গবন্ধু সমবায় গড়ে তুলেছিলেন।
অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে নারীদের আরও বেশি সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন বঙ্গবন্ধুকন্যা। বলেন, সমবায়ে নারীদের আরও এগিয়ে আসতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, ৯৭ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া হয়েছে। উন্নত হয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।কৃষকের উৎপাদিত পণ্য সঠিক নিয়মে বাজারজাত করার পরামর্শ দিয়ে সরকারপ্রধান দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত পণ্য কাঁচামাল হিসেবে অর্থনৈতিক অঞ্চলে ব্যবহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।