প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ২১:৫১
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গোবিন্দাসীর সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতা। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম জনতা। এ সময় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে স্কুল রোড, টি-রোড, গোবিন্দাসী বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টি-রোডে এসে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে ওলামায়ে কেরাম সহ সকল শ্রেণির হাজার হাজার মুসলিম জনতা অংশ নেয়।সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।