প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ২:৩৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের উপন্যাসে দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গা (১৯৪৭-২০১০)’ শিরোনামে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২০) বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের উপন্যাসে দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গা (১৯৪৭-২০১০)’ শিরোনামে পিএইচ.ডি সেমিনারে ‘বাংলাদেশের (১৯৪৭-২০১০) উপন্যাসে উদ্বাস্তুদের জীবন সংকট: একটি পর্যালোচনা’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপিত হয়।
গবেষকদের থিসিস জমা দেয়ার জন্য করোনা ঝুঁকি নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে এসেছেন শিক্ষক-শিক্ষার্থীরা এবং আলোচনা বাংলাদেশের উপন্যাসে দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।উল্লেখ্য যে, অনুষ্ঠানে বাংলা বিভাগের চারজন শিক্ষকসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিঠুন মিয়া ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব এস. এম. তানভীর আহমদ উপস্থিত ছিলেন।