প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০:১৩
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর এলাকার মেঘনা নদীতে নৌ পুলিশের মা ইলিশ রক্ষা অভিযান কালে আবারো নৌ পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় জেলেরা। হিজলা উপজেলার বদরপুর এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে মা ইলিশ রক্ষা অভিযানে নামে নৌ পুলিশের একটি টিম। ইলিশ ধরতে থাকা জেলেদের ধাওয়া দিলে জেলেরা পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই জেলেরা সংঘবদ্ধ হয়ে ট্রলারে এসে নৌপুলিশের টিমের ওপর হামলা চালায়।
এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জেলেদের নিক্ষিপ্ত ইট-পাটকেলে পুলিশের এক সদস্য মোঃ রাসেল আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও নৌ পুলিশের ইনচার্জ বেলাল হোসেন জানায়, মেঘনা নদীতে তাদের আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ ইউনিট-১ নামে একটি টিম টহলে নামলে বদরপুর নামক মেঘনা নদীতে জেলেদের মাছ ধরতে দেখে ধাওয়া করে। এসময় জেলেরা পালিয়ে গেলেও কিছুক্ষণ পরে অন্তত ৮ থেকে ১০ ট্রলার একযোগে এসে তাদের ঘিরে ধরে এবং ইট-পাটকেল ছুড়তে থাকে। তখন পাল্টা প্রতিরোধ ও আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছুড়েছে। তবে এতে জেলেদের কেউ আহত না হলেও তারা পিছু হঠতে বাধ্য হয়েছে।
এ সময় জেলেদের ছোড়া ইটের আঘাতে নৌ পুলিশের রাসেল নামের এক সদস্য হাতে আঘাত পেয়েছেন। সে হিজলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি আছেন। অভিযানিক টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উক্ত ঘটনার পরে মুলাদী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃমতিউর রহমান ঘটনার স্থানে পরিদর্শনে যান এবং পরিদর্শন শেষে জানান, নদীর পরিস্থিতি ভালো না আবুপুর নামক নদীতে জেলেদের মেলা বসে। বাকি কটা দিন প্রশাসনকে আরো কঠোর ভাবে অভিযান পরিচালনা করতে হবে। তা নাহলে আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।