প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ২১:২০
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ঢাকার আশুলিয়া এলাকায় একটি মিনি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। ক্যাসিনোটি ক্যারাম খেলার আড়ালে পরিচালিত হতো বলে জানিয়েছে র্যাব।শনিবার দিবাগত রাত সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ক্যাসিনো জুয়ার আসর থেকে মাদকসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়।রবিবার সকালে রাজধানীর মিরপুরে পাইকপাড়ায় র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। ডিআইজি মোজাম্মেল হক বলেন, এই মিনি ক্যাসিনো চলছিল গত দেড় বছর ধরে।
প্রতিরাতে ১০ থেকে ১৫ লাখ টাকার জুয়া খেলা হতো। এ ক্যাসিনোতে জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত খেলতো। রাত যত গভীর হতো ক্যাসিনো ততো জমে উঠতো। এই ক্যাসিনোতে প্রতিরাতে ১০ থেকে ১৫ লাখ টাকার জুয়া খেলা হতো। আর এই জুয়ার আসরে খেলতো অধিকাংশ নিম্নআয়ের মানুষ। যাদের অনেকেই জুয়ায় আসক্ত হয়ে খুইয়েছেন তাদের নিত্যদিনের আয়।