প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১৯:৫৩
বরিশালে মা ইলিশ রক্ষায় পরিচালিত আভিযানিক দলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের দুই সদস্য ও স্পীডবোট চালক আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে কীর্তনখোলা নদীর চন্দ্রমোহন এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
রে। হামলায় পুলিশের ২ সদস্য এবং তাদের বহনকারী একটি স্পীড বোট চালক আহত হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান। এর আগে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে চলমান অভিযানে হামলা চালানোর অভিযোগ ওঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ওই হামলায় হিজলা নৌ পুলিশের ২ সদস্য আহত হয়।