প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ২:২৩
চরফ্যাশন উপজেলার দুলারহাটের নীলকোমল ইউনিয়নের চর যমুনা ৪নং ওয়ার্ডে বসতবাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে ২শতাংশ জমির একটি আধাপাকা ঘরসহ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিপক্ষের ভাড়াটে ও বহিরাগত সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে নারী পুরুষসহ অন্তত ৯জন গুরুতর জখম হয় বলে জানা গেছে। আহতরা হলেন, শাজাহান (৫০),মমতাজ(৪৯),ময়ফুল(৭০),আখি(১৮),বিলকিস(৩৫),রিংকু(১৮) নুর বেগম(৪৫),সুজন(১৬) ও আবদুর রহমান (৪৮)। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ভুক্তভোগীরা দুলারহাট থানায় একটি মামলা দায়ের করলে হামলা ও স্বর্ণালঙ্কারসহ টাকা পয়সা ছিনতাই ও জোর জবর দখলে জড়িত ৯জনকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন।
ওই দুই শতাংশ জমিকে কেন্দ্র করে বুধবার সকালে বেলায়েতের নেতৃত্বে খলিল,রহিম,জাফর,ইউসুফ,নিরোব,ফিরোজ,রিপন,মোজাম্মেল,জাহাঙ্গির,মিলন,কবির ও বহিরাগত একদল ভাড়াটে সন্ত্রাসী বাহিনী এসে আমাদেরকে উচ্ছেদের উদ্যেশ্যে ধারালো দেশিও অস্ত্র দিয়ে কুপিয়ে ও হকিস্টিক,লাঠিসোটা দিয়ে এলোপাথারী মারধর ও রক্তাক্ত জখম করে। এসময় ঘরের আসবাব পত্র ভাংচুর করে তছনছ করে দিয়ে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে। এছাড়াও আমাদের ওই দুই শতাংশ জমিতে আধাপাকা ঘরটি জোর জবর দখল করে নেয়।
এ অভিযোগ বিষয়ে জানতে বেলায়েত গংদের জিজ্ঞাসা করলে তারা তথ্য দিতে অস্বীকৃতি জানায়। নীলকমল ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার জানান, ওই জমিটি নিয়ে শাজাহান ও আবদুর রহমান গংদের সাথে বেলায়েত গংদের বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকলেও বেলায়েত গং কর্তৃক শাজাহানদের ঘর দখলের অভিযোগ শুনেছি। এছাড়াও চরফ্যাশন জুডিশিয়াল কোর্ট কর্তৃক জমিটি সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন দেয়ার জন্য বললে আমি উভয় পক্ষের লোকজনকে আসতে বলেছি। কিন্তু একটি পক্ষ তাদেরকে বেলায়েত গং এর সাথে মিমাংসা করার চেষ্টা করলে শাজাহান গং তাতে রাজি হয়নি।দুলারহাট থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, হামলা ভাংচুর,লুটপাট ও জোরপূর্বক জমি দখলের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।