প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০:১৭
উপমহাদেশের অন্যতম বৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে ১৯৬৯ সালে বরিশাল নগরীতে এ হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। এখানে চিকিৎসা সেবা নিতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত লোক আসে। তবে এখানে এসে চিকিৎসক, ওয়ার্ডবয়, আয়া-বুয়াদের কাছে জিম্মি হয়ে পড়েন সেবাপ্রত্যাশীরা। সম্প্রতি হাসপাতালটির সিটি স্ক্যান মেশিন নষ্ট হওয়ায় কমিশন বাণিজ্যে মেতে উঠেছেন মেডিসিন বিভাগের চিকিৎসকগণ। হাসপাতালের ইনডোরের সিও রেজিষ্ট্রার পদবীর চিকিৎসকরা ইন্টার্নি ডাক্তার দিয়ে সিটি স্ক্যান ও পরীক্ষা নিরীক্ষা লিখিয়ে পছন্দমতো ডায়াগনষ্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন বাণিজ্যে মেতে উঠেছেন।
অবশ্য ওই ওয়ার্ডের আয়া ও বুয়ারাও মোটা অংকের কমিশন নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। রোগীর স্বজনদের দাবী, দালাল ধরার অভিযানের পূর্বে ওইসব ডাক্তার, আয়া ও বুয়াদের বিরুদ্ধেও অভিযান চালানো উচিত। অপরদিকে এসব অনিয়ম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে হাসপাতালের পরিচালক।সরেজমিনে রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে পছন্দমতো ডায়াগনষ্টিক সেন্টারের নাম লিখে দেয়ার কারনে তারা অন্য কোন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করাতে পারছেন না। এমনকি অন্যত্র সিটি স্ক্যান বা পরীক্ষা নিরীক্ষা করলে সেই রিপোর্ট ছুড়ে ফেলে দেয় ওই ওয়ার্ডের চিকিৎসকেরা।