প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ১৯:৫০
দুই কোটি টাকার জাল ষ্ট্যাম্প, রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফি, ষ্ট্যাম্প তৈরীর ডাইস ও কেমিক্যাল, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, অত্যাধুনিক মেশিন, কম্পিউটার উদ্ধার সহ জাল চক্রের ০১জন সক্রিয় সদস্য গ্রেফতার। সিআইডি এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানার মিঝমিঝি মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের হাজী মনর উদ্দিন সুপার মার্কেট এর কেয়ার প্রিন্ট্রিং,
কেয়ার স্টেশনারী, কেয়ার ইলেক্ট্রনিক্স নামক দোকানের ভিতরে জাল জালিয়াতির চক্রের কতিপয় সক্রিয় সদস্য বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রন যোগ্য বিভিন্ন ধরনের জাল রাজস্ব স্ট্যাম্প(রেভিনিউ স্ট্যাম্প), নন জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি, সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের জন্য ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারী স্ট্যাম্প তৈরী করে বিভিন্ন জালিয়াতি ও প্রতারক চক্রের মাধ্যমে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় প্রতারনামূলকভাবে বিপনন করে আসছে।
সিআইডি ঢাকা মেট্রো উত্তরের একটি টিম অভিযান পরিচালনা করে এই প্রতারক চক্রের প্রেস এবং গোডাউনের সন্ধান পায় এবং একজনকে গ্রেফতার করতে সমর্থ হয়। তার নাম মোঃ রাজু আহমেদ অমিত(১৯), পিতা-ফারুক আকন, মাতা-রহিমা বেগম, সাং-কবিরাজপাড়া, পোষ্ট-সখিনা, থানা-তালতলী, জেলা-বরগুনা, বর্তমান-বাসা নং-৫২, রোড নং-০১, রায়ের বাগ, (ইউনাইটেড ফিলিং স্টেশনের পিছনে), থানা-যাত্রাবাড়ী, ডিএমপি ঢাকা।
০১- জার্মানিতে প্রস্তুত ০১(এক)টি অত্যাধুনিক মেশিন ও কম্পিউটার যাতে নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফি, ট্রেড লাইসেন্স তৈরী করা হত।
০২- জাল বাংলাদেশ কোর্ট ফি, রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প, ট্রেড লাইসেন্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগোসহ কভার তৈরী করার মোট ১৭(সতের)টি টিনের ডাইস।
০৩- জাল বাংলাদেশ কোর্ট ফি ০২/-,০৩/-,০৫/-,১০/-,২০/- টাকা, জাল রেভিনিউ ষ্ট্যাম্প , নন জুডিসিয়াল ষ্ট্যাম্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স এর ফরমের কভার।
০৪- এদের গোডাউন হতে জাল ৫০০/- টাকার বিশেষ রেভিনিউ ষ্ট্যাম্প, ১০০/- টাকার রেভিনিউ ষ্ট্যাম্প, জাল ১০০/- মূল্য মানের জুডিসিয়াল ষ্ট্যাম্প, সর্বমোট ১৬,৪৮,৫০০ টি ষ্ট্যাম্প যার মূল্য মান ১,৮১,১২,০০০/- (এক কোটি একাশি লক্ষ বারো হাজার টাকা)।