প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ২৩:৮
সাভারের বিরুলিয়ায় অপহরনের পর ছয় বছরের শিশু মেহেদী হাসান হত্যাকান্ডের ঘটনায় অপহরনকারী ভাই-বোনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে অপহরণের দুই দিন পর সাভারের বিরুলিয়া এলাকার জঙ্গলে একটি স্কুল ব্যাগ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
তবে মুক্তিপণের বাকি টাকা দিতে না পারায় অপহরণকারীরা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহটি স্কুল ব্যাগে ভরে বিরুলিয়ার পার্শবর্তী একটি জঙ্গলে ফেলে যায়।এ ঘটনায় পুলিশ অপহরণকারী জসিম ও আনিকাকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ দুপুরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।