প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৯
দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। দুর্বৃত্তের হামলায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম আহত হওয়ার আট দিনের মাথায় ওসিকে প্রত্যাহার করা হলো।শুক্রবার সকালে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন।এছাড়া রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে।
এরপর জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার।এখনো তিনি সেখানে চিকিৎসাধীন। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।হামলার ওই ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন।মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা। এছাড়াও মামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইতোমধ্যে ২০ জনকে আটক করেছে। তার মধ্যে অনেককে ছেড়ে দিয়েছে।