প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৭
জাতির সুর্ষ সন্তানও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন আহমেদে'র দাফন সম্পন্ন হয়েছে।বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সরাইল উপজেলা কুট্রা পাড়ায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, সরাইল থানার এ এস আই আলা উদ্দিন, এ সময় জানাযায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি এডঃ জিয়াউল হক মৃর্ধা, মুক্তিযোদ্ধা এডঃ আব্দুর রাশিদ,এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন,সরাইল
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, এডভোকেট জয়নাল উদ্দিন জয়, হাজী ইকবাল হোসেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মানিক,আওয়ামী লীগ নেতা মোঃ মাহফুজ আলীসহ সর্বস্তরের জনসাধারণ।পারিবারিক সুত্রে জানান, বুধবার রাতে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী,চার পুত্র ও চার কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।