প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৪
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।এদিকে, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের তিন দিন পর কারণ উদঘাটনে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুইপাশের গলিতে চারটি পয়েন্টে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে তারা।