প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১০
যেকোনো সময় করোনা সংক্রমণের হার হু হু করে বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী।সোমবার (৭ সেপ্টেম্বর) বর্তমানে মানুষের মধ্যে করোনা ভাইরাস ভীতি কমে যাওয়া ও স্বাস্থ্যবিধি না মানার ফল সম্পর্কে জানতে চাইলে তিনি একথা বলেন।দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনো পুরোটা নিয়ন্ত্রণে আসেনি, এমতাবস্থায় অর্থনীতির চাকা সচল রাখতে অফিস-আদালত, কল-কারখানা, যানবাহন সব কিছু খুলে দেওয়া হয়েছে।
একই সঙ্গে মানুষের মধ্যে করোনার স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। মাস্ক ছাড়াই মানুষের চলাচল যেমন বেড়েছে, তেমনি মানুষে মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে অনীহা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে করোনায় সংক্রমণের হার নমুনা পরীক্ষার বিপরীতে পাঁচ শতাংশের নিচে এলে তখন আমরা বিপৎসীমার নিচে আসবো। সুতরাং, এখনও করোনা ভাইরাসের ঝুঁকি বিপৎসীমার কয়েকগুণ উপরে রয়েছে বলেই মত চিকিৎসা সংশ্লিষ্টদের।