বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিশানুল হক জিশান(২৯) ১০ হাজার পিছ ইয়াবা সহ রেজু আমতলী বিজিবি'র হাতে আটক হয়েছে।এসময় একটি মোটর সাইকেল,২২ হাজার টাকা মুল্যের ২ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি'র নিয়ন্ত্রিত আমতলী বিওপির জোয়ানরা এ অভিযান পরিচালনা করে।এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
আটক জিশান ঘুমধুম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক জাহেদ আলম চৌধুরীর নাতি,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেজের ভাগিনা।দলীয় আত্নীয়স্বজনদের ছত্রছায়ায় সে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত ছিল।