প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২০, ২:৮
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চরজানপুর এলাকায়, চাচা সোবাহান সিকদারের অতর্কিত হামলায় ভাতিজা রেজাউল সিকদার(৩২) এবং বেলাল সিকদার(৩০) নামে দুই ভাই আহত হয়েছে । তারা উক্ত এলাকার আঃ হামিদ সিকদারের ছেলে। আহত দু'জন হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আহত রেজাউল সিকদার জানান, বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর একই এলাকার করিম আকনের ছেলে খাজা মোহাম্মদ আকনের সাথে কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে রেজাউল তার বাড়ির কাছে মাছ ধরতে থাকে এমন সময় তার চাচা সোবাহান সিকদার দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়, তার চিৎকারে ছোট ভাই বেলাল এগিয়ে আসলে তার উপরেও হামলা চালায় চাচা। হামলায় দুই ভাইয়ের মাথা ফেটে যায় এবং মাটিতে পড়ে যায়।
পরে তাদেরকে উদ্ধার করে হিজলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবারের অন্য সদস্যরা। উক্ত ঘটনার ব্যাপারে চাচা সোবাহান সিকদারের সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তার স্ত্রী বলেন তার স্বামী বাড়িতে নেই। ঘটনার ব্যাপারে জানতে চাইলে হিজলা থানার এএসআই আমিনুল ইসলাম জানান, উভয় পক্ষ এই ঘটনায় হিজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।