প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২০, ৪:২৫
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাত ৯টার পর পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহে রাখা হয়েছে।এর আগে হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ জানান, ইউএনওর সিটি স্ক্যান করা হয়েছে। এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে।