প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ১:৫৬
কক্সবাজারের উখিয়ায় ৪ সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু রাশেদা বেগম (২৮), উখিয়ার জালিয়াপালং ইউপির পূর্ব পাইন্যাশিয়া চরপাড়া গ্রামের আবুল হাশেমের স্ত্রী। সোমবার রাতে ওই মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে চট্টগ্রামে অবস্থান করায় বিস্তারিত জানিনা।জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তবে সপ্তাহখানেক আগে তার স্বামী মারধর করেছে এমনটিও শুনেছি।উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, পূর্ব পাইন্যাশিয়া এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়া পেলে তদন্ত পূর্বক আইনী পদক্ষেপ নেয়া হবে।