প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ২৩:৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আইসোলেশনে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত ছয় জন ভারতীয় রোগী ও দায়িত্বরত চিকিৎসদের জন্য খাবার পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ডিসির পক্ষ থেকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা ও খাবার সামগ্রী লাড্ডু,মিষ্টি সহ বিভিন্ন ধরনের ফল সামগ্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা আইসোলশনে থাকা চিকিৎসক কর্মকর্তাদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা- খাঁনের নির্দেশে আমরা তাদের জন্য শুভ জন্মাষ্টমী উপলক্ষে খাবার সামগ্রী নিয়ে এসেছি।