গাজীপুরে মলম পার্টির ৩ সদস্য আটক
গাজীপুরের শ্রীপুরের ২নং সিএন্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে 'মলম পার্টির' সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা। এসময় তাদেও নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ২নং সিএন্ডবি বাসষ্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ 'মলম পার্টির' সদস্যরা ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শ্রীপুর থানাধীন ২নং সিএন্ডবি বাসস্ট্যান্ড মধুবন হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করেছে।
তারা হলো- গাজীপুর বাসন থানার মো. মিনহাজ ইসলাম(১৮), চট্রগ্রাম জেলার ভোজপুর থানার মো. আরিফুল ইসলাম (১৭) ও নরসিংদী সদও থানার মো. রাব্বি ইসলাম (১৭)। এসময় তাদের দখল হতে ১ টি চাপাতি, ২ টি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত ৪টি মলম এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা একটি সংঘবদ্ধ মলম পার্টির সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে আসছে। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে শ্রীপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।