ভূঞাপুরে আর্টডক এর ব্যবস্থাপনায় বন্যা কবলিত দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে সেনা প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলার তাড়াই ঈদগাহ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে গাবসারা ও অর্জুনা ইউনিয়নের হতদরিদ্র, কর্মহীন ও দু:স্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,আটা, লবন, তেল, সেমাই ও চিনি।
এসময় উপস্থিত ছিলেন, আর্টডক এর অধীনস্থ আর্মি স্কুল অব এডুকেশন এন্ড এ্যাডমিনিস্ট্রেশনের মেজর মোঃ শাহ আলম, অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আর্টডক এর অধীনস্থ আর্মি স্কুল অব এডুকেশন এন্ড এ্যাডমিনিস্ট্রেশন এর মেজর মোঃ শাহ আলম বলেন, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর ব্যবস্থাপনায় সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে এবং ভয়াবহ বন্যা কবলিত মানুষের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসেছি। ইতিমধ্যে আমরা এ অঞ্চলের ১০০ টি পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন করেছি। আমাদের এধরনের অভিযান ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।