প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১৯:৫৯
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবের দাম্মামে আটকা পড়া ৪১৫ জন বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে আজ বুধবার দেশে ফিরেছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।
সৌদি থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার তথ্যটি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।তিনি জানান, বুধবার ৪১৫ বাংলাদেশিকে সৌদি থেকে নিয়ে আসা বিমানের বিশেষ ফ্লাইটটি সকাল ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।