প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ২২:২
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করেছেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী। এ সময় যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিট পরিসরে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চরকিং ইউনিয়নের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল খায়ের ও হাতিয়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। ডাঃ মোঃ নিজাম উদ্দিন মিজানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ নাজিম উদ্দিন।
জানা যায়, হাতিয়া উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 'পজিটিভ হাতিয়া' ও অন্যান্য সামাজিক সংগঠনের দাবীর প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী ও মাননীয় সংসদ সদস্য জনাব আয়েশা ফেরদৌস নিজস্ব অর্থায়নে ১৫ বেডের এই বিশেষ ওয়ার্ড অতি দ্রুত সময়ের মধ্যে স্থাপন করেছেন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টা বিদ্যুতের সুবিধাসহ ১০০০০ লিটারের ১০ টি অক্সিজেন সিলিন্ডার ও ২ টি কনসেন্ট্রেটর মেশিন রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।