প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০:২২
করোনার প্রভাবে এবার ঈদুল আজহায় বরিশাল জেলা ও মহানগরীতে কোরবানির পশুরহাটের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। প্রতি বছর স্থায়ী হাট ছাড়াও বিভিন্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসলেও করোনার কারণে প্রশাসনের কঠোর বিধি আরোপ এবং উদ্যোক্তাদের আগ্রহ না থাকায় এবার অস্থায়ী পশুর হাট বসছে না।শুধুমাত্র স্থায়ী হাটগুলোতেই হবে কোরবানির পশু কেনাবেচা হবে। আগামী ২৫ জুলাই থেকে নগরীতে কোরবানির পশুর হাটে বেচাকেনা শুরু হবে।
বিসিসির হাট পরিদর্শক বলেন, তার আগে অস্থায়ী হাটের আবেদন পাওয়া গেলে অনুমোদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবে। করোনা সংকটের কারণে দুটি পশুরহাট ইজারা দিতে না পাড়ায় বিসিসি সরাসরি স্থায়ী হাট দুটি পরিচালনা করবে বলে জানিয়েছেন পরিদর্শক। এদিকে জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, বরিশাল জেলার ১০ উপজেলায় এবার কোরবানির পশুর হাট বসবে ৩৫টি। গত বছর এই সংখ্যা ছিল ৬৬টি। এবার জেলার উপজেলাগুলোতে স্থায়ী হাটগুলোতেই কোরবানির পশু হাট বসানোর অনুমতি দেয়া হয়েছে।