প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ২:৫৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মঙ্গলবার রাতে সেলিনা আক্তার(২৮) নামে এক গৃহবধুর পরকীয়ার জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে বগুড়া থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসে।
পরে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় জাহাঙ্গীরের বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস করে আসছে। সেলিনার স্বামী পেশায় একজন গাড়ী চালক সে ঢাকা কোন এক কোম্পানীর গাড়ী চালাত। সে ঢাকা থেকে মাঝে মাঝে স্ত্রীর কাছে আসত। কিছুদিন যেতে না যেতেই পল্লীবিদ্যুৎ এলাকায় মিঠু নামে এক ছেলের সাথে পরকিয়ার জড়িয়ে পড়ে ওই গৃহবধু।
বিষয়টি জানাযানি হলে তাহার স্বামী ওই স্ত্রী সাথে তিন চার মাস ধরে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে মিঠুর সাথে তার সর্ম্পকে ফাটল সৃষ্টি হয়। ফের ওই গৃহবধু একই এলাকার বিল্লাল নামে এক ছেলের পরকিয়ায় জড়িয়ে পড়ে।বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে কোন এক সময় ঘরে ভেতর আড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে ঝুলে থাকে।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যেয়ে ঝুলন্ত ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেলে প্রেরণ করেন। ওই ঘটনায় পুলিশ মিঠু,বিল্লাল ও মোজাম্মেলকে আটক করে। সেলিনার মা বাদী হয়ে বুধবার দুপুরে কালিয়াকৈর থানায় একটা এজাহার দায়ের করেন।কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদর্শক(এসআই)মো.শহীদুল ইসলাম জানান,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাইজুদ্দিন মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরে বুঝা যাবে আত্মহত্যা না হত্যা।