প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ২১:৪৩
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইল-পাকশিমুল সরাইল রাস্তা বাঁচানোর আবেদন প্রসঙ্গে মোঃ এনামুল তার সামাজিক যোগাযোগ ফেসবুকের লেখাটি জনস্বার্থে পাঠকদের দৃষ্টির জন্য হুবুহু দেওয়া হল। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,মাননীয় সংসদ সদস্য জনাব, উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) ও মাননীয় সংসদ সদস্য জনাবা উম্মে ফাতেমা শিউলী আজাদ, মহিলা সংরক্ষিত আসন ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইল উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, জনাব আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর।
মহোদয় বৃন্দ,আপনাদের শ্রদ্ধার সাথে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।বিষয়: অরুয়াইল- পাকশিমুল সরাইল রাস্তা বাঁচানোর আবেদন প্রসঙ্গে। মহোদয় বৃন্দ, অনেক কষ্টের বিনিময়ে অরুয়াইল, পাকশিমুল, কালিশিমুল,ভূইশ্বরসহ অন্যান্য গ্রামের হাজার হাজার মানুষের আন্দোলন এবং আপনাদের সহযোগীতায় দীর্ঘ দিন পর রাস্তাটি সংস্কার হলেও যথাযথ রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে এখন বর্ষার পানি ও বৃষ্টিতে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হতে বসেছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন অরুয়াইল,পাকশিমুল,চুন্টা,চাতল পাড় ইউনিয়ন বাসির পাশাপাশি অষ্টগ্রাম উপজেলার ভিবিন্ন ইউনিয়নের জনসাধারণ যাতায়াতের পাশাপাশি বিভিন্ন পণ্য পরিবহন করে থাকে। এখন বর্ষার মৌসুম, আমাদের এলাকায় বর্ষার পানির আগমনে পানির থৈ থৈ অবস্থা। বর্ষার পানির অাঘাতে রাস্তার বিভিন্ন অংশে ভাঙ্গন ধরেছে। এখনই যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে রাস্তাটি অতিশ্রীগ্রই আমরা হাড়িয়ে ফেলব। আমাদের এলাকা উপজেলা এবং জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন যাবে । এ রাস্তাটি প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত অনেক দুর্নীতির স্বীকার হয়েছে। এ দুর্নীতির বেড়াজালে আজো পর্যন্ত ভাল করে রাস্তাটি সংস্কার করেনি।
অথচ এ রাস্তাটি আমাদের এলাকার অর্থনৈতিক, সামাজিক, কৃষি ইত্যাদিসহ আমাদের এলাকায় ব্যাপক উন্নতির অন্যতম মাধ্যম হিসাবে রুপান্তরিত হয়েছে। এ রাস্তা দিয়ে চাতলপাড়, অরুয়াইল, পাকশিমুল,চুন্টা ইউনিয়নের লোকসহ কয়েক লক্ষ মানুষ প্রতিদিন যাতয়াত করে থাকেন। উপজেলা সদর এবং জেলা সদরের সাথে যোগাযোগের এক মাত্র মাধ্যম হচ্ছে আমাদের এ রাস্তাটি। এ রাস্তাটি এখন যে বেহাল অবস্থা তাতে যদি সংস্কার না করা হয়, তাহলে বর্ষার উত্তাল পানির স্রুতে পূর্বের নেয় রাস্তাটি আবার নদীগর্ভে বিলীন হয়ে যাবে,
তাতে করে কয়েক লক্ষ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে আমাদের এলাকার অর্থনীতির চাকা, ফলে আমাদের এলাকার উন্নতি হয়ে পড়বে স্থবির। থমকে যাবে আমাদের এলাকার মানুষের জীবন যাত্রার মান। আপনারা আমাদের অভিবাবক, আমাদের দুংখ দুর্দশা আপনারাই দেখভাল করে থাকেন, আমাদের সমস্থ সমস্যাবলি আপনারাই সমাধান করে থাকেন।
সুতরাং আপনাদের নিকট বিনীত নিবেদন থাকবে আপনারা আমাদের এলাকার মানুষের জন্য, আমাদের এলাকার স্বপ্নের রাস্তার জন্য, দলমত নির্বিশেষে এক হয়ে আমাদের বহুদিনের স্বপ্নের রাস্তাটি অতিব জরুরী ভিত্তিতে তা মেরামতের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী। অতএব, আপনাদের নিকট আমাদের আকুল আবেদন এই যে,
আপনারা আমাদের ভাটি অঞ্চল মানুষের দুংখের কথা চিন্তা করে, আমাদের রাস্তাটি রক্ষা করার স্বার্থে, রাস্তাটি মেরামত করে আমাদের যাতায়াতের ব্যবস্থা করবেন। বিষয়টি আপনারাসহ উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিগণদের মনযোগ আকর্ষণ করছি। ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।