প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১৭:১৮
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় 'ময়ূর-২' লঞ্চের মাস্টার আবুল বাসারকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ওই দুর্ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন।সোমবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
তিনি বলেন, 'বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনার প্রধান আসামি 'ময়ূর-২' লঞ্চের মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।' এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টার, স্টাফসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়এদিকে বৃহস্পতিবার ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেককে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। তার আগে গ্রেপ্তার হয় ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালাম।