প্রকাশ: ১২ জুলাই ২০২০, ৪:৯
ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় নতুন দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।গত শনিবার(এগারো জুলাই) ওই দুই জনই পরীক্ষার জন্য নমুনা দেন।
আজ রবিবার তাঁদের ফলাফল পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী মেডিকেল অফিসার আছেন।এছাড়া বড়মানিকা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চল্লিশ বছর বয়সী পুরুষ আছেন। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, সংশ্লিষ্টএলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।