প্রকাশ: ১২ জুলাই ২০২০, ২:২৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগাম্বর এলাকায় বন বিভাগের সৃজনশীল বনায়নে বিষ পয়োগ করে চারা মেরে ফেলা ও জমি দখলের অভিযোগ উঠেছে ওই এলাকায় ভুমিদস্যু শহীদের বিরোদ্ধে।ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতের কোন এক সময়। এতে সরাকারের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বন কর্মকর্তারা।
গতকাল রাতে ওই এলাকার ভুমিদুস্য শহীদ তার দলবল নিয়ে রাতের আধারে ঘাসের মারার বিষ প্রয়োগ করে,এতে ওই জমির প্রায় তেইশত চারা মেরে ফেলে। চন্দ্রা বন কর্মকর্তা মোঃ মনজুুরুল ইসলাম জানান,শহীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।