প্রকাশ: ১১ জুলাই ২০২০, ৩:১৭
বরিশালের হিজলা উপজেলায় ১২ জুলাই রবিবার সকাল ১০ টায় হিজলার সীমানা রক্ষা এবং নদী ভাঙন রোধে সংসদ সদস্য গ্রুপ এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতির গ্রুপের মানববন্ধন কর্মসূচী স্থগিত করে দিয়েছে হিজলা উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী অফিসার গকুল চন্দ্র কবিরাজ ইনিউজ৭১ কে জানান, করোনা পরিস্থিতির কারণে দেশের সব স্থানেই জনসমাবেশ নিষিদ্ধ। করোনা পরিস্থিতির কারণে এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে উক্ত মানববন্ধন স্থগিতের নির্দেশ প্রদান করা হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে ১৪৪ ধারা জারি করা হবে।