শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৭৬৭জন, সুস্থ হয়েছে ৫৫৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই জুলাই ২০২০ ০৫:১৭ অপরাহ্ন
শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৭৬৭জন, সুস্থ হয়েছে ৫৫৫ জন

শরীয়তপুরে নভেল করোনা ভাইরাস শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন। আর এ পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য বিভাগ ৫৫৫ জনকে সুস্থ ঘোষণা করেছে। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ জন। শনিবার (১১ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা মেডিকেল অফিসার ডা.সৈয়দা শাহিনুর নাজিয়া জানান, করোনা ভাইরাস শুরু থেকে শরীয়তপুরে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬৭ জন এবং সুস্থ হয়েছেন ৫৫৫ জনকে। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। শরীয়তপুর সদর উপজেলায় মোট আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ২৫৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৮৩ জন। নড়িয়া উপজেলা মোট আক্রান্ত ১১৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছে ১০০ জন।

ভেদরগঞ্জে মোট রোগী ১০৬ জন, যার মধ্যে সুস্থ হয়েছে ৮৬ জন। এছাড়া গোসাইরহাট উপজেলায় ১১৮জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে ৬৯ জন ও ডামুড্যা উপজেলায় ৬৯ জন আক্রান্তের মধ্যে ৫৫ জন সুস্থ হয়েছেন।আর নড়িয়া উপজেলায় মারা গেছে ৩ জন। জাজিরায় ১ জন, ভেদরগঞ্জে ১ জন ও ডামুড্যায় ১ জনের মৃত্যু হয়েছে।

জেলায় কোনো করোনা পরীক্ষার ল্যাব নেই। নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করে স্বাস্থ্য বিভাগ। যার কারণে পরীক্ষার ফলাফল পেতে বিলম্ব হওয়ায় রোগীদের বিপাকে পড়তে হচ্ছে।এদিকে মরণঘাতী  এ ভাইরাস সম্পর্কে জানলেও বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।