“মানুষ মানুষের জন্য” জীবনের জীবিকার তাগিদে প্রায় ৫ বছর আগে চাল কলে শ্রমিকের কাজ করতে গিয়ে দ্বিতল ভবনের উপর থেকে পড়ে গিয়ে বাম পা ভেঙ্গে মারাত্মকভাবে আহত হন আমিনুল।অসহায় দরিদ্র আমিনুল টাকার অভাবে তার ভাঙ্গা পায়ের চিকিৎসা করাতে পারছেনা। পরিবারের একমাত্র উপার্জনকারী আমিনুলের পা ভেঙ্গে যাওয়ায় এখন আর কাজ কর্ম করতে পারেনা। চিকিৎসার অভাবে ভাঙ্গা পা নিয়ে বিছানায় পড়ে আছে আমিনুল।
আমিনুলের স্ত্রী ছাহেরা খাতুন জানান, আমাদের ভিটে মাটি ছাড়া আর অন্য কোন জায়গা জমি নেই । ৫ শতাংশ জমি ছিলো ধান চাষ করার সেই জমিটুকু বিক্রি করে দিয়ে স্বামীর চিকিৎসা করা হয়েছে। তার পরেও পা ঠিক হয়নি। কিন্তু ছেলে মেয়ে গুলো ছোট ছোট তারা তোর আর কাজ কাম করতে পারে না। তাই ৫শ টাকা সুধী নিয়ে বাড়ীর সামনে রাস্তার সাথে একটি পান বিড়ির দোকান দেওয়া হয়েছে।সেই দোকানে দৈনিক কতদিন ১২০ টাকা বিক্রি হয় আবার কতদিন ৫০ থেকে ৬০ টকাও বিক্রি হয়। এদিয়ে চাল তরকারি সহ সবকিছু কিনা যায় না। তাই একদিন খেয়েও দিন যায় আবার না খেয়েও নি পার করতে হয়। আর ছেলে মেয়েদের তো কাপড় চোপড় পরীক্ষার ফিস ঠিকমত দিতে পারি না। এই করোনা ভাইরাসের কারনে আমিও মানুষের বাড়ীতে কাজে যেতে পারি না। এ দু:খ কার কাছে বলব। আমি আমার স্বামীর উন্নত চিকিৎসার জন্য দেশের সমাজের বৃত্তবান সহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ সকলের সহযোগীতা চাই।
তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না তাই আমাদের মত সমাজে যারা বৃত্তবান আছি তাদের এগিয়ে আসতে হবে। তাহলেই আমিনুল কে সু-চিকিৎসা করানো সম্ভব। আমিনুল কে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, যদি সরকারীভাবে তাকে কোন সহযোগীতা দেওয়া যায় তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।আমিনুল কে সাহায্য পাঠানোর ঠিকানা আমিনুল ইসলাম মোবাইলে বিকাশ (পার্সোনাল)- ০১৯৬৫০৩০৬৬০ ডাচবাংলা-০১৯৬৫০৩০৬৬০৩।