ফরিদপুরের বোয়ালমারীতে আবুল খায়ের (৫৭) নামের করোনা আক্রান্ত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল ছিলেন। গত শুক্রবার ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হলো।
কনস্টেবল আবুল খায়েরের বাড়ি জেলার আলফাডাঙ্গা উপজেলার টোনাপাড়া গ্রামে। শুক্রবার বিকেলে তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছানোর পর স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আবুল খায়ের হৃদরোগেও ভুগছিলেন।