প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১৮:১৮
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল ১০ ঘটিকায় রাঙ্গাবালী উপজেলা সদর বাহের চর বাজারে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন। একই দিনে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা প্রেসক্লাব চত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফ আহমেদ আসিফ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসাইন এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
এছাড়া হাসান ভাইয়ের ব্যবসায়িক অংশীদার মোঃ শামীম খাঁন প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে হাসান ভাইয়ের সঙ্গে প্রতারনা করে আসছে। ব্যবসায়ীক পার্টনার শামিমের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে শামীম কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয় হাসান ভাই। এমনকি হাসান ভাইয়ের ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ এনামুল শিকদারের উপর আতর্কীত হামলা চালানো হয় এবং কিছু দিন আগে হাসান ভাইয়ের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক হাসান ভাইয়ের বড় ভাই আব্দুর রব শিকদার ও ম্যানেজার সজিব হাওলাদারকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানকে তালা বদ্ধ করেন।
প্রতিপক্ষের এই নাটকীয় ষড়যন্ত্রের ঘটনা নিম্পত্তির জন্য একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলেও তারা অজ্ঞাত কারনে সহায়তা করছে না।অবশেষে তিনি বললেন, আমরা রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ এই ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এসব সময় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে সফলতার সাথে কর্মসূচি পালন করেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান শিবলী।উল্লেখ্য, একই ঘটনা বুধবার পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী জেলা ছাত্রলীগ পরিবার। ওই সংবাদ সম্মেলনে ছাত্রলীগ জানায়, পারিবারিক দ্ব›েদ্ব জেরে প্রতিপক্ষরা হাসান শিকাদার ও তার পরিবারকে হয়রানি করে আসছে।