প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১৭:১৮
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় জানাজা বনানী কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।নামাজ শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরে তাকে দাফন করা হবে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার একটি বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে দেশে আনা হয় তার মরদেহ।পরে সেখানে থেকে মরদেহ সরাসরি নেওয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ।