প্রকাশ: ৯ জুলাই ২০২০, ২৩:৮
টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ আবুল কালাম আজাদ বকলের মৃত্যু হয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মর্ডাণ হাসপাতালে ১১ দিন লাইফ সাপর্টে থাকার পর আজ সকাল সাড়ে ৫ টায় তিনি মারা যান। তার মরদেহ আজ দুপুরে গ্রামের বাড়ী টাঙ্গাইলের ধনবাড়ীর বকল বাড়ীতে আনা হয়। কিকেল ৩ টায় তার জানাযা নামাজ শেষে বিশেষ ব্যবস্থায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। স্ত্রী সহ সন্তানাদি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও টাঙ্গাইল জেলা আওয়ামীগ সহ মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি গভীর শোক প্রকাশ করেছেন।গত ২৮ জুন করোনা সন্দেহে তাকে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জুলাই পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তিনি করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিসাধীন ছিলেন।
পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, প্রেসক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, ধনবাড়ী ইলেকটনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন (ই.পা.ধ) এর সভাপতি রবিউল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন, মানবাধিকার কর্মী সাংবাদিক আব্দুল্লাহ আবু এহসান খোকন, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান গভীর শোক ও শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।এছাড়াও ধনবাড়ীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ধনবাড়ী বণিক সমিতি, ধনবাড়ী বাজার ব্যাবসায়ী সমিতি ও ধনবাড়ী সংবাদ পত্র এজেন্ট সহ হকাররা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।