কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উপহার আজ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় ১৫শত পারিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ১৮জন গ্রাম পুলিশদের বাইসাইকেল এবং ২২জন দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা সভাপতিত্বে বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, এলিজা সাঈদ, শেখ শামচ্ছুদোহা চাঁন, সিকদার দেলোয়ার হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।